কিছুদিন আগেই সইফ আলি খানের ওপর তার বাড়িতেই হামলা করেন এক দুষ্কৃতী। হামলার তিন দিন পরেই পুলিশের জালে ধরা পড়েছিলেন মূল অভিযুক্ত। এখন কাজে ফিরেছেন সইফ। কিন্তু সুরক্ষার জন্য কি পদক্ষেপ নিচ্ছেন নায়ক?
একসময় বন্দুক রাখলেও সন্তানদের কথা ভেবে তা রাখেননি সইফ। সইফ বলেছেন, “আমার নিজেরও একটি বন্দুক ছিল। সৌভাগ্যবশত, এখন আর আমি বন্দুকটা রাখি না। এখন আর বন্দুক রাখায় বিশ্বাস করি না আমি। ভেবেছিলাম, বন্দুক দেখলেই বাচ্চারা হাত দেবে। তার পর আর এক সমস্যা হবে। পটৌদীদের কাছে আগে বন্দুক থাকত ঠিকই। রাজওয়ারা ও রাজস্থানি— যাঁদের কাছে সাধারণত বন্দুক থাকে, তাঁরা সকলে আমাকে মেসেজ পাঠাচ্ছে। তাঁরা বলছে, দুষ্কৃতী কী ভাবে পালিয়ে বাঁচল সেই রাতে। আমার বাবা কিন্তু বন্দুক নিয়ে ঘুমোতেন। কিন্তু আমি মনে করি, বন্দুকের জন্য অঘটন ঘটে যেতে পারে। বাচ্চারা এই সব নিয়ে খেলতে আসে। তার পর অঘটন ঘটে গেলে মুশকিল।”
সইফের কথায়, “এখন লোকজন আমাকে বলছেন, নিরাপত্তার জন্য বন্দুক নিয়ে ঘুমনো উচিত।” তা হলে ভবিষ্যতে কি নিজের সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখবেন সইফ? অভিনেতা বলেন, “মনে হয় না, আমি সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখব। আমার জীবনযাপনে কোনও পরিবর্তন হবে না। আমার মনে হয় না, আমার আর কোনও ঝুঁকি রয়েছে। এটা একটা ডাকাতির ঘটনা ছিল মাত্র। আমার চেয়ে বরং ওই গরিব মানুষটার (অভিযুক্ত শরিফুল ইসলাম) জীবনটা নষ্ট হয়ে গেল।”
আরও পড়ুন: Anganwadi Centre: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার জন্য বাধ্যতামূলক এলপিজি গ্যাস
Image source-Google