সইফের বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন গোটা দেশের মানুষ। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকার পর পাঁচ দিনের মাথায় আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন সইফ। তবে এবার সইফ করিনার বাড়ির চুরির ঘটনাকে সাজানো বললেন কমল আর খান।
বলিউডে ছোট-বড় যে কোনও বিষয়ে প্রায়শই মতপ্রকাশ করে থাকেন অভিনেতা তথা স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান। নিজের ভাবপ্রকাশের জন্য একাধিক বার আইনি বিড়ম্বনায় পড়তে হয়েছে কমল আর খানকে। এ বার সইফকে মাত্র পাঁচ দিনে পায়ে হেঁটে বাড়ি ফিরতে দেখে সন্দেহ প্রকাশ করেন কমল।
তিনি বলেন, ‘‘সইফকে ছয় বার ছুরি দিয়ে কোপানো হল আর হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দেননি সইফ! যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি মুখের কোনও মিল নেই। তাই আমার মনে হয় সে রাতে ওদের বাড়িতে কেউ আসেনি। সইফ-করিনার ঝগড়ার পরিণতি।’’
যদিও তার কথা বিশেষ পাত্তা দেওয়া হয়নি। উল্টে অনেকেই বলছেন লাইমলাইটে আসার কারণেই তিনি এমন বক্তব্য পেশ করেছেন।
আরও পড়ুন: IND VS ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে সহজ জয় ভারতের
Image source-Google