প্রকাশ্য রাস্তায় খুন তৃণমূল (TMC) কর্মী। দুষ্কৃতীদের গুলিতে নিহত সন্তোষ যাদব নামে তৃণমূল কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় নৈহাটি থানার পুলিশ। চার রাউন্ড গুলি চালানো হয় বলে সূত্রের খবর। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার নৈহাটির গৌরীপুর গোয়ালপাড়া ঘাটের কাছে। এদিন দুপুরে সন্তোষ কাজ সেরে বাড়ির দিকে যাচ্ছিলেন। তখনই একদল দুষ্কৃতী মোটর বাইকে তাকে অনুসরণ করে। সেখানে দুষ্কৃতীরা রাস্তার মাঝখানে টোটো থামিয়ে দেয়। তারপর সন্তোষকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। ঘটনার পর শোকের ছায়া পরিবারে।
তবে এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত আছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি অন্য কোন কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি এর সঙ্গে কোনভাবেই জড়িত না। এলাকায় উত্তেজনা ঠেকাতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা