শৈশবের স্মৃতি উস্কে দিল উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে হওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা! একদিকে খেলার মাঠে পড়ুয়াদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই।অন্যদিকে,আবার মঞ্চ যেনো চাঁদের হাটে হয়ে উঠলো এদিন পরিপূর্ণ!

প্রতিবছরের ন্যায় এবছরও রাজারহাটের অন্তর্গত শেখরপুর খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বুধবার।৪০ তম এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এদিন বারাসাত মহকুমার অন্তর্গত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা, ও শিশু শিক্ষা কেন্দ্র সমুহের পড়ুয়ারা।জানা গিয়েছে,সবমিলিয়ে এদিন রাজারহাট চক্রের মোট ৫০ টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই শেখরপুর খেলার মাঠে।

এদিন সকাল ঠিক সাড়ে ৯ টা নাগাদ ২৭২ জন পড়ুয়াদের নিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা।যেখানে ৩৪ টি ইভেন্টে খেলা হয়।জানা গিয়েছে, এখান থেকে যারা প্রথম হবে তারা সাব ডিভিশনে যাবে।এবং তারপর তারা জেলা বা রাজ্যে প্রতিনিধিত্ব করবে।

এদিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন,- রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর,রাজারহাট নিউটাউনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন,জেলার কর্মদক্ষ জাহানারা বিবি,চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি জব্বার মোল্লা,কোঅর্ডিনেটর দিব্যেন্দু বিশ্বাস,যুগ্ম কোঅর্ডিনেটর মিন্টু মোল্লা,অতনু বল্লভ,এসআইএস অলোক মজুমদার, এ আই অর্পিতা মুখার্জি সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা।

অর্থাৎ বলাবাহুল্য প্রজন্মের পর প্রজন্ম বদলালেও,মোবাইলের প্রতি আকৃষ্ট ছেলেমেয়েরা হলেও,খেলার মাঠে যদি খেলতে পায়, সে ছেলে হোক বা মেয়ে, সুযোগ বোধ হয় কেও হাত ছাড়া করে না। তারই নিদর্শন দেখিয়ে দিল এদিন রাজারহাট চক্রের অন্তর্গত এই প্রাইমারি স্কুলগুলোর পড়ুয়ারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *