বৃহস্পতিবার মানেই সিরিয়াল জগতের মহা যুদ্ধ। কারণ এই দিনকেই কোন সিরিয়াল কাকে পিছনে ফেলে কতদূর এগিয়ে গেলো, কতোটা দর্শকদের মন জয় করতে পারলো তা বিচার করার দিন। প্রতি বৃহস্পতিবারের মতো এবারেও প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা।

যেখানে সবথেকে এগিয়ে আছে পরিণীতা ( ৮.৩ )। এরপর দ্বিতীয় স্থানে আছে ফুলকি (৮.০)। তৃতীয় স্থানে আছে জগদ্ধাত্রী ( ৭.৫ )। চতুর্থ স্থানে আছে গীতা এলএলবি ( ৭.২ )। পঞ্চম স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে ( ৭.০ )।

দেখে নিই প্রথম দশ করা

প্রথম: পরিণীতা ( ৮.৩ )

দ্বিতীয়: ফুলকি ( ৮.০ )

তৃতীয়: জগদ্ধাত্রী ( ৭.৫ )

চতুর্থ: গীতা এলএলবি ( ৭.২ )

পাঁচ: কোন গোপনে মন ভেসেছে ( ৭.০ )

ছয়: কথা ( ৬.৯ )

সাত: রাঙামতি তীরন্দাজ ( ৬.৭ )

আট: উড়ান ( ৬.৫ )

নয়: অনুরাগের ছোঁয়া ( ৬.১ )

দশ: শুভ বিবাহ ( ৫.৯ )

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন বিক্রমপুরের পিঠে বিবিখানা

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *