“জীবে প্রেম করে যেই জন,সেই জন সেবিছে ঈশ্বর”স্বামী বিবেকানন্দের এই বার্তাকে সামনে রেখে,একগুচ্ছ সামাজিক কর্মসুচির মাধ্যমে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্ম বার্ষিকী পালন করলো বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের স্বামী বিবেকানন্দ ক্লাবের সদস্যরা।

প্রত্যেকবছর স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী উপলক্ষ্য করে নানাবিধ সামাজিক কর্মসুচি পালন করেন স্বামী বিবেকানন্দ ক্লাবের সদস্যরা।এবছরও অন্যথা হলো না।

প্রসঙ্গত,একসময় স্বামী বিবেকানন্দ ক্লাবে বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী।আর এদিনের সূচনাও হয় বিধায়কের উপস্থিতিতে।স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শুভ সূচনা হয় এই দিনটির।এরপরই শুরু হয় রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের।একইসঙ্গে আয়োজন করা হয় অংকন প্রতিযোগিতার।এরপর বিকেলে আবার সাধারণ মানুষদের হাতে উপহার স্বরুপ তুলে দেওয়া হয় শীত বস্ত্র।এবং অংকন প্রতিযোগিদের প্রাইজও দেওয়া হয়।

শুধু তাই নয়,এই ক্লাবের যেসমস্ত সদস্যদের জন্ম জানুয়ারির ১ তারিখ থেকে ১৩ তারিখের মধ্যে রয়েছে,তাদের স্বারক সহ বিশেষভাবে সম্বর্ধনা জানানো হয় এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে।

সামাজিক কর্মসুচি পালনের সঙ্গে সঙ্গে দর্শকদের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।যেইখানে জি বাংলা থেকে আসা শিল্পীরাও শ্রুতি নাট্য প্রদর্শন করেন।

এদিনের এই অনুষ্ঠানে রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী ছাড়াও উপস্থিত হয়েছিলেন,- বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল,১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সিরাজুল হক,রাজারহাট নিউটাউনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন,উত্তর 24 পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তারক চক্রবর্তী,১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী, স্বামী বিবেকানন্দ ক্লাবের সম্পাদক তন্ময় সিংহ রায়,সভাপতি সাগর সিংহ রায়,একনিষ্ঠ কর্মী রাজীব সিংহ রায় এবং সৌম সিংহ রায় সহ এই ক্লাবের অন্যান্য সদস্যদের পাশাপাশি আরো অন্যান্য বিশিষ্টজনেরা।

অর্থাৎ বলাবাহুল্য এদিনের অনুষ্ঠানের মাধ্যমে আলাদাই এক চিত্র ফুটে উঠেছিল বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্বামী বিবেকানন্দ ক্লাবে।যা ছিল সত্যিই চোখে পড়ার মতো।

 

 

আরো দেখুন:Kasba: কসবা কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত আদিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *