২০২৪ সালে কসবার (Kasba) ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা হয়। ওই ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। রবিবার এই ঘটনার সঙ্গে মূল অভিযুক্ত আদিলকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে আদালতে তোলা হয়েছে।

গত নভেম্বরে আততায়ীরা কাসবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা করে। কিন্তু প্রাণের জোড়ে বেঁচে যান তিনি। এদিকে স্থানীয় কাউন্সিলরের সাগরেদরা সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ফেলে। জল অনেক দূর এগোয়। তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এরপরই আদিল হোসেনের নাম জানা যায়। জানা গিয়েছে, এই খুনের পেছনে রয়েছে বিহারের বাসিন্দা আদিল শেখ। কিন্তু পরিকল্পনা মতো আবুধাবি উড়ে গিয়েছিল সে। রবিবার সকালে দুবাই থেকে কলকাতায় ফেরেন আদিল। কলকাতা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আদিলের সূত্র ধরেই কাসবাহ মামলার রহস্য উদঘাটন হবে বলে আশা করছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, ১৫ নভেম্বর সন্ধ্যায় কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তাঁর বাড়ির বাইরে বসে থাকার সময় আক্রমণের শিকার হন। বাইকে থাকা দুষ্কৃতীরা তাকে খুব কাছ থেকে গুলি করে পালানোর চেষ্টা করে। কিন্তু শেষ মুহূর্তে বন্দুকের ট্রিগার আটকে যাওয়ায় গুলি লাগেনি। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। তদন্তে কলকাতা পুলিশ।

 

আরও পড়ুন:Kangana Ranaut: করণকে লোকাল ভিলেন কেনো বললেন কঙ্গনা?

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *