অবশেষে শেষ হতে চলেছে আরজিকর (RG Kar) কান্ডের ধর্ষণ এবং খুনের বিচারপ্রক্রিয়া। চলতি মাসের ১৮ তারিখ শিয়ালদহ আদালতের বিচারক রায় ঘোষণা করবেন। এ মামলার রায়ের দিকে তাকিয়ে আছে গোটা বাংলা।

গত বছরের ৯ আগস্ট আরজিকর (RG Kar) হাসপাতালের জরুরি বিভাগের সম্মেলন কক্ষে এক মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক সিভিক ভলেন্টিয়ার সেমিনার কক্ষে প্রবেশ করছেন এবং বের হচ্ছেন। ঘটনার একদিন পর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। সিবিআই চার্জশিটে একমাত্র সন্দেহভাজন হিসেবে সিভিক ভলেন্টিয়ারের নাম ছিল।

৬০ দিন পর শিয়ালদহ আদালতে বিচার শেষ হয়। ১৮ জানুয়ারি আড়াইটের দিকে মামলার রায় দেবেন শিয়ালদহ আদালতের বিচারক। আদালত কি সঞ্জয়কে দোষী সাব্যস্ত করবে? যদি তাই হয় তাহলে কী রায় ঘোষণা হবে, তা দেখার অপেক্ষায় গোটা বাংলা। তবে বিভিন্ন মহলে বারবার আলোচনা হয়েছে যে, আরজিকরে যে নৃশংসতা ঘটেছে তা কেউ একা করতে পারে না। হাসপাতালের কেউ এর পেছনে রয়েছে বলে সন্দেহ ছিল। তাই শুধু সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলেও এই রায় জনগণ কীভাবে মেনে নেবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

আরও পড়ুন:Solanki Roy: জীবনের ২০ শতাংশ কিভাবে রক্ষা করতে চান শোলাঙ্কি

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *