প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বাস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবহণমন্ত্রী সহ পরিবহণ দফতরের উচ্চ পদস্থ কর্মকর্তারা শহরের রাস্তায় নামলেন। পর্যাপ্ত সরকারি বাস চলছে কিনা, তা দেখতে সরজমিনে খতিয়ে দেখলেন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী (Snehashis Chakraborty)।
প্রথমে ধর্মতলা এবং পরে সেক্টর ফাইভে এসে পৌঁছান তিনি।সেক্টর ফাইভ যেহেতু অফিস পাড়া সেই কারণে প্রচুর মানুষের ভিড় থাকে প্রতিদিন। যাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি। বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষের আসা-যাওয়া প্রতিদিন। সেই কারণে সরকারি বাস পরিষেবা ঠিকমতো পাচ্ছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখতে পৌঁছন পরিবহন মন্ত্রী।
মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী (Snehashis Chakraborty) জানান, মুখ্যমন্ত্রী যেখানে আমাদের ঘাটতি থাকে তখনই আমাদের বলেন। এয়ারপোর্ট থেকে ফেরার পথে তিনি দেখেন কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে আছেন।এরপরই তিনি বাসের সংখ্যা বাড়ানোর কথা বলেন। সেক্টর ফাইভ থেকে মোট ১৫২টি সরকারি বাস বিভিন্ন জায়গায় যায়। যার মধ্যে এসি বাস রয়েছে ৭২টি, নন এসি বাস রয়েছে ৮০টি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কি সমস্যা রয়েছে তাঁদের জানতে চান তিনি। তিনি জানান, সল্টলেক সেক্টর ফাইভে নন এসি বাসের সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও কলকাতার বেশ কিছু রুটে বেসরকারি বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি।
আরও পড়ুন:Taslima Nasrin: তাহসানের দ্বিতীয় বিয়ে নিয়ে কি বললেন তসলিমা?