গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) জন্য পূণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত ১২টি স্পেশাল ট্রেন চালানো হবে। এগুলি শিয়ালদা দক্ষিণ, কলকাতা স্টেশন, লক্ষীকান্তপুর, নামখানা এবং কাকদ্বীপ থেকে চলাচল করবে।

আগামী ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সাগরদ্বীপে বসবে গঙ্গাসাগর মেলা। রাজ্যের পাশাপাশি গোটা দেশের অধিকাংশ পুণ্যার্থী ভিড় জমান মেলায়। কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে বলেই আশা প্রশাসনের। সেই অনুযায়ী কঠোর সতর্কতাও নেওয়া হচ্ছে। বিশেষত অনুপ্রবেশ আতঙ্কের মাঝে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। জলপথেও নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ১২টি মেলা স্পেশালের মধ্যে ৩টি ট্রেন চলবে শিয়ালদহ দক্ষিণ, ২টি ট্রেন কলকাতা স্টেশন , ৫টি নামখানা, ১ টি করে যথাক্রমে লক্ষ্মীকান্তপুর এবং কাকদ্বীপ থেকে চলবে। এই ট্রেনগুলি মূলত শিয়ালদহ দক্ষিণ এবং নামখানা কাকদ্বীপ অঞ্চলকে উদ্দেশ করে চালানো হবে, যাতে সেই এলাকা থেকে গঙ্গাসাগরে পৌঁছতে সুবিধা হয়। মেলার সময় পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করার জন্য পূর্ব রেল শিয়ালদহ দক্ষিণ, কলকাতা স্টেশন, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে ১২ এবং ১৭ জানুয়ারির মধ্যে ১২টি গ্যালোপিং ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

 

আরও পড়ুন:Malaika Arora: ২০২৪ সাল শেষ হওয়ার আগে কি বললেন মালাইকা?

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *