বলিউডের বাদশা শাহরুখ খান, যাকে এক নামে চেনেন গোটা বিশ্ব। শুধু অভিনয়ই না, তার কথাবার্তা এবং জীবনযাপন সবই প্রভাবিত করে আম জনতাকে। তবে একসময় একটি সফট ড্রিংকের বিজ্ঞাপন করে বেজায় বিতর্কে জড়িয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)।

প্রশ্ন উঠেছিল কেন ক্ষতিকর দ্রব্যেরও প্রচার ও বিজ্ঞাপন করেন তারকারা? শাহরুখই বা এত বড় মাপের তারকা হয়ে কী ভাবে নরম পানীয়ের মতো ক্ষতিকর দ্রব্যের মুখ হয়ে ওঠেন? এই প্রশ্নই করা হয়েছিল শাহরুখকে। সেই প্রশ্নের উত্তরে শাহরুখ পাল্টা প্রশ্ন রেখেছিলেন, এই জিনিসগুলি এতই যখন খারাপ, তা হলে কেন বাজার থেকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে না? এই ভিডিও ভাইরাল হয়েছিল সোস্যাল মিডিয়ায়।

শাহরুখ (Shahrukh Khan) বলেছিলেন, “আমি তো যে কোনও কর্তৃপক্ষকে বলব, নিষিদ্ধ করে দিন এই জিনিসগুলো। দেশে এগুলো বিক্রি হতে দেবেন না। আপনারা যদি মনে করেন, বাচ্চাদের জন্য এই জিনিসগুলো খারাপ, তা হলে নিষিদ্ধ করে দিন। ধূমপান তো খারাপ, তা হলে কেন এখনও সিগারেটের উৎপাদন বন্ধ হচ্ছে না? ঠান্ডা নরম পানীয় যদি অস্বাস্থ্যকর হয়ে থাকে, তা হলে বন্ধ করে দেওয়া হোক এর উৎপাদন। এতই যখন বিষাক্ত, ভারতে এর উৎপাদন বন্ধ করা হোক।”

কিন্তু ব্যবসা ও আয়ের কথা মাথায় রেখে অস্বাস্থ্যকর জিনিসের উৎপাদন চলছে। এই প্রসঙ্গে শাহরুখের মন্তব্য, “দেখুন, আয় হচ্ছে বলে আপনারা এর উৎপাদন বন্ধ করছেন না। সততার সঙ্গে বলুন তো, এই আয় থেকে সরকারের সাহায্য হচ্ছে না? তা হলে আমার আয়ও বন্ধ করবেন না। আমি এক জন অভিনেতা। আমি আমার কাজটুকুই করছি। সেখান থেকেই আমার আয় হয়। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি বোঝেন কোনও কিছু খারাপ, তা হলে সেটা আর ব্যবহার করবে না। এতে তো আর কোনও সমস্যা নেই।”

আরও পড়ুন: Kriti Sanon: নিজের প্রেমের ভাষা জানালেন কৃতি

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *