কথায় আছে মেয়েদের নাকি বয়স বলতে নেই। কিন্তু এক্ষেত্রে একেবারেই আলাদা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ১৩ ডিসেম্বর ৪৪ বছরে পা রাখলেন অভিনেত্রী। নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করলেন তিনি। বড় ফ্রেমের গোলাপি চশমা ও লিপস্টিকে সেজে উঠেছেন তিনি।
স্বস্তিকা (Swastika Mukherjee) লিখেছেন, “হে প্রিয়, তোমাকে ৪৪তম জন্মদিনের শুভেচ্ছা। এক সময় যে ধূসর রং দেখে তুমি ভয় পেতে, আজ সেই রং রুপোর থেকেও উজ্জ্বল। তুমি হয়তো বলবে, এই চোখ দুটো ক্লান্ত। আমি ওই দু’চোখে অভিজ্ঞতা দেখতে পাই। চোখের নীচে কালি নয়, আমি সাফল্য দেখি।”
অভিনেত্রী তাঁর পোস্টে নিজেকেই নিজে লিখেছেন, “তুমি বলো বলিরেখা। আমি দেখি একজন সম্পূর্ণ নারীকে। আমি একজন শিল্পী, মা ও বন্ধুকে দেখতে পাই তোমার মধ্যে। তুমি তোমার মতোই থাকো— দয়ালু, আন্তরিক, স্বচ্ছ ও সৎ। পৃথিবী তোমার সঙ্গে যেমনই হোক, তুমি যেন এমনই থাকো।”
নিজেকেই জন্মদিনে অভিনেত্রী বলেছেন, “মনে রেখো, আমি তোমার সঙ্গে সব সময় আছি। তুমি না থাকলেও, আমি থাকব। শুভ জন্মদিন আমার প্রিয় স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের মাধুর্যের সঙ্গে আরও এগিয়ে যাও।”
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু গুলাবজামুন
Image source-Google