মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা হুমায়ুনের (Humayun Kabir), পাল্টা মুর্শিদাবাদেই রামমন্দির তৈরির ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠনের। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান হুমায়ুন।
হুমায়ুনের দাবি, ২০২৫–এর ৬ ডিসেম্বর ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তিনি বলেন, ‘নতুন এই মসজিদের পূর্ণাঙ্গ রূপ দিতে তিন থেকে পাঁচ বছর লাগতে পারে। অযোধ্যায় যে বাবরি মসজিদ ছিল তার থেকেও বড় মসজিদ হবে।’ তবে কোনও রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, একজন ইসলাম ধর্মাবলম্বী হিসেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এ দিন জানান হুমায়ুন।
হুমায়ুন কবীর আরও বলেন, বাংলার মুসলিমরা দেখিয়ে দেবে বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হয়েছে। আমি নিজে এর জন্য ১ কোটি টাকা দেব। মসজিদের উদ্বোধনের সময় দেশের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। তিনি জানান, ‘৩ থেকে ৪ বছর লাগবে মসজিদ নির্মাণ শেষ হতে। ২০২৯ সালের লোকসভা ভোটের পর উদ্বোধন করব। সেই সময় যিনি মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী থাকবেন, তাঁকেও আমন্ত্রণ করব’।
আরও পড়ুন:Soumitrisha Kundu: বডিগার্ড নিয়ে কেনো ঘোরেন সৌমিতৃষা? জানালেন নিজেই