মহান উদ্যোগ।জ্যাংরা অধিবাসী বৃন্দের উদ্যোগে হওয়া কার্তিক পুজোয় কয়েকশো মানুষদের উপহার স্বরূপ তুলে দেওয়া হলো শীত বস্ত্র।
দুর্গাপুজো,কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর পর এবার কার্তিক পুজোয় মেতে উঠেছেন আপামর বাঙালি।ঠিক তেমনই কার্তিক পুজোয় মেতে উঠেছেন জ্যাংরা অধিবাসী বৃন্দের সদস্যরা।
প্রসঙ্গত,বিধাননগর পৌরনিগম ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুজিত মন্ডলের তত্বাবধানে এবং জ্যাংরা অধিবাসী বৃন্দের সদস্য দিপু মণ্ডল,সুমন দাস,শান্তনু,বিকাশ মণ্ডল,বুবান মণ্ডল,দীপক মণ্ডল ,সুকুমার মণ্ডল, বাপী সেন,ফুটু মণ্ডল,মনু মণ্ডল, প্রসান মণ্ডল,বড় মানি মণ্ডল,জয়ন্ত মণ্ডল,গৌতম পাল,সুদীপ্ত বিশ্বাস,নীলাদ্রি মণ্ডল,এবং সীমা গুইন,রমা দে,রত্না মণ্ডল, মলি পাল, মৃতা মণ্ডল, প্রিয়া মণ্ডল সহ এই পুজোর অন্যতম মূল উদ্যোক্তা তথা বিধাননগর পৌরনিগম ১৫ নম্বর ওয়ার্ডের সচিব রাজু দে ওরফে বাপির উদ্যোগে হওয়া জ্যাংড়া বটতলা মোড়ে কার্তিক পুজো বরাবরই অভিনবত্ব থাকে।এবছরও অন্যথা হয়নি।এরমধ্যে রবিবার সন্ধায় প্রতিবছরের ন্যায় এবছরও সাধারণ মানুষদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় শীত বস্ত্র।জানা গিয়েছে,এদিন প্রায় ২০০ মানুষের হাতে নতুন কম্বল প্রদান করা হয়।
আর এদিনের এই মহতী উদ্যোগকে সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন বিধাননগর পৌরনিগম ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুজিত মন্ডল।
অর্থাৎ বলাবাহুল্য,একদিকে সামাজিক কর্মসুচি,অন্যদিকে আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন এদিন আট থেকে আশি সকলেই।
আরো দেখুন:Ghiyasuddin Mollah: হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি