প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো জ্যাংরা অধিবাসী বৃন্দের কার্তিক পুজোর!বিধাননগর পৌরনিগম ১৫ নম্বর ওয়ার্ডের সচিব রাজু দে ওরফে বাপি’র উদ্যোগে জ্যাংড়া বটতলা মোড়ে কার্তিক পুজো বরাবরই জমজমাট হয়। এ বছরও অন্যথা হলো না।শনিবার সন্ধ্যায় বিধাননগর পৌরনিগম ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুজিত মন্ডলের হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয় জ্যাংরা অধিবাসী বৃন্দের কার্তিক পুজোর!
সূত্রের খবর,জ্যাংরা অধিবাসী বৃন্দের কার্তিক পুজো এবছর ১২ তম বর্ষে পদার্পণ করেছে।এই পুজোকে ঘিরে এই পুজোর উদ্যোক্তাদের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে।একইসঙ্গে এই পুজোকে কেন্দ্র করে চলে একের পর এক সামাজিক কাজ।আয়োজন করা হয় কয়েক হাজার মানুষের জন্য ভোগ বিতরণ,এবং কম্বল বিতরণ অনুষ্ঠানেরও।
এই পুজোর মূল উদ্যোক্তা রাজু দে ওরফে বাপি এদিন বলেন,- রাজনীতির পাশাপাশি মানুষের সুখ দুঃখে পাশে থাকার একটা ছোট প্রয়াস এই কার্তিক পুজোর মধ্যে দিয়ে করার তারা চেষ্টা করেন। অন্যদিকে এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে,এই পুজোর উদ্যোক্তাদের এদিন প্রশংসা করেন পৌরপিতা সুজিত মন্ডল।অর্থাৎ বলাবাহুল্য,উদ্বোধনী অনুষ্ঠানের দিনই উপচে পড়েছিল সাধারণ মানুষদের ভিড়।যা ছিল সত্যিই চোখে পড়ার মতো।
আরো দেখুন:Foodka Indrajit Lahiri: নস্টালজিয়ায় চলা হেরিটেজ হোটেলের পর্দা ফাঁস করলো ফুডকা