বলিউডের ‘মাস্টারজি’ সরোজ খানের তত্বাবধানে নেচেছেন নামি নামি অভিনেত্রী যেমন শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, ঐশ্বর্যা রাই থেকে আলিয়া ভট্ট। কিন্তু সরোজ খানের মেজাজ সবসময়ই থাকতো সপ্তমে। কেন এত মেজাজি ছিলেন সরোজ খান? সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের আর এক নামী নৃত্য পরিচালক টেরেন্স লুইস (Terence Lewis)।
টেরেন্স বলেন, “অনেকেই জিজ্ঞাসা করেন, ‘কেন মাস্টারজি এত মেজাজি ছিলেন?’ তাঁদের জানা উচিত, এই ইন্ডাস্ট্রিতে কাজ করা খুবই কঠিন, বিশেষত যেখানে এতখানি পুরুষ আধিপত্য বিরাজ করে। এখানে মহিলা নৃত্য পরিচালকদের রুক্ষ্ম স্বভাবের হতেই হয়। এই দুনিয়ার নিষ্ঠুরতাই ওঁদের ভিতরের নারীসুলভ কোমলতা নষ্ট করে দিয়েছে। ওঁদের পুরুষ হয়ে উঠতে হয়েছে।”
টেরেন্সের (Terence Lewis) মতে পুরুষশাসিত ইন্ডাস্ট্রিতে সরোজ খান বা ফারহা খানের এমন রূঢ় না হলে ইন্ডাস্ট্রিতে টেকা দায় ছিল। টেরেন্স বলেন, “আমাদের অত দাপট দেখাতে হয় না। কিন্তু পুরুষশাসিত ইন্ডাস্ট্রিতে মহিলাদের এই দাপট দেখাতেই হয়। এটা খুবই দুঃখের। ওঁদের হাটা-চলা, কথা বলা সবই পুরুষোচিত হয়ে গিয়েছে।”
আরও পড়ুন:Rupankar Bagchi: আবারও ট্রোলের মুখে পড়লেন রূপঙ্কর বাগচী
Image source-Google