বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
এবার বাড়িতে দুর্দান্ত একটি রেসিপি (Recipe) বানিয়ে চমকে দিন সকলকে।
তাই স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন দুর্দান্ত মটন শাহি কোর্মা।
চলুন দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
পাঁঠার মাংস: ৫০০ গ্রাম
পেঁয়াজ বাটা: ৫ টেবিল চামচ
পেঁয়াজ কুচি: আধ কাপ
রসুন বাটা: ২ টেবিল চামচ
আদা বাটা: ১ টেবিল চামচ
কাঁচা লঙ্কা বাটা: ২ টেবিল চামচ
টোম্যাটো: ১ টি
টক দই: আধ কাপ
চারমগজ: ২ টেবিল চামচ
পোস্ত: ১ টেবিল চামচ
খোয়া ক্ষীর: আধ কাপ
চিনি: আধ চা চামচ
কাজু: ১০ টা
ফ্রেশ ক্রিম: ২ টেবিল চামচ
গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ
সাদা তেল: ৪-৫ টেবিল চামচ
ঘি: পরিমাণ মতো
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১ টেবিল চামচ
মিঠা আতর: ২ ফোঁটা
ধনেপাতা কুচি: সাজানোর জন্য
প্রণালী:
নুন, হলুদ, লঙ্কা বাটা, টক দই, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভাল করে পাঁঠার মাংস মাখিয়ে রাখুন। কাজুবাদাম, চারমগজ ও পোস্ত একসঙ্গে বেটে নিন। এ বার কড়াইতে তেল ও ঘি সমপরিমাণে নিয়ে কুচোনো পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করুন। পেঁয়াজ সোনালি হয়ে এলে পেঁয়াজ বাটা আর টোম্যাটো দিয়ে ভাল করে কষিয়ে নিন। এর মধ্যেই ম্যারিনেট করা মাংস দিয়ে নাড়াচাড়া করুন। কষতে থাকুন বেশ কিছু ক্ষণ। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কাজুবাদাম-পোস্ত ও চারমগজ বাটা দিয়েদিয়ে ফের কিছু ক্ষণ কষুন। পরিমাণ মতো নুন দিয়ে চাপা দিন। গ্যাস কমিয়ে রাখুন এ বার। মাঝেমাঝে দেখে নেবেন, জল শুকিয়ে এল কি না। মাংস সেদ্ধ হয়ে গেলে ফ্রেশ ক্রিম, গরম মশলা গুঁড়ো, খোয়া ক্ষীর, মিঠা আতর আর ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন মটন শাহি কোর্মা।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন লেমন পেপার চিকেন
Image source-Google