তৃণমূল বিজেপি ছেড়ে এবার কংগ্রেসে যোগদানের হিড়িক। হ্যাঁ এমনি অবাক করা কান্ড ঘটেছে মালদায়।
নির্বাচন যতই এগিয়ে আসছে নিজেদের সংগঠন মজবুত করতে জোর কদমে প্রস্তুত বিভিন্ন রাজনৈতিক দলগুলি।পিছিয়ে নেই মালদহের মানিকচক ব্লকের জাতীয় কংগ্রেস নেতৃত্ব। রবিবার দুপুরে মালদার মানিকচক ব্লক কমেনিউটি হল প্রাঙ্গণে মানিকচক ব্লক জাতীয় কংগ্রেসের তরফে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন সুজাপুর বিধাসভার প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী,মানিকচক বিধানসভার প্রাক্তন বিধায়ক মুত্তাকিন আলম,মালদা জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্র নাথ হালদার,মানিকচক ব্লক জাতীয় কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ কংগ্রেস নেতৃত্ব।
এদিনের কংগ্রেসের তরফ থেকে জানা গিয়েছে এই যোগদান সভা থেকে আনুমানিক ১০০ শতাধিক তৃণমূল কংগ্রেসে বিজেপি সহ বিভিন্ন দলের কর্মীরা জাতীয় কংগ্রেসে যোগদান করেন বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। তাদের আশা এই যোগদান গ্রাম পঞ্চায়েত ভোটে কংগ্রেসকে মজবুত করবে।