হার না মানা লড়াইটা ডক্টর কাকলী ঘোষ দস্তিদারের রক্তে রয়েছে।দলের শীর্ষ নেতৃত্বের গুড বুকে থাকা চিকিত্সক কাকলি ঘোষ দস্তিদার বারাসাতের মানুষের মন জয় করতে লোকসভার ময়দানে নামছেন।আর আদ্যোপান্ত রাজনৈতিক পরিমণ্ডলে আবৃত পরিবার থেকেই উঠে আসা কাকলি ঘোষ দস্তিদারকে আবারও বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য ময়দানে নেমে পড়লেন বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল।দেওয়াল লিখনের মাধ্যমে শুরু করে দিলেন লোকসভা ভোটের প্রস্তুতি।
১১ ই মার্চ ব্রিগেডের হাইভোল্টেজ জনগর্জন সভার মাধ্যমে লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।এদিকে,এই প্রার্থী তালিকায় বনগাঁ, ব্যারাকপুর এবং বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী পরিবর্তন হলেও বারাসাতে ‘অপ্রতিরোধ্য’ কাকলি ঘোষ দস্তিদার।এবার চতুর্থবারের জন্য লোকসভার অলিন্দে ঠাঁই আবারও কাকলি ঘোষ দস্তিদারের।আর এই তালিকা প্রকাশ হওয়ার পরই রবিবার দেওয়াল লিখন প্রক্রিয়া শুরু করেন বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল।ঠিক তেমন সোমবারও দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্য নিয়ে ডক্টর কাকলী ঘোষ দস্তিদারকে পুনরায় বিপুল ভোটে জয়ী করার জন্য দেওয়াল লেখেন আজিজুল — মমতা।
একইসঙ্গে এদিন প্রাক্তন এবং বর্তমান পৌরপ্রতিনিধির সাথে দেওয়াল লিখন করেন ১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী সহ তৃণমূলের অন্যান্য কর্মী বৃন্দরা।
পাশাপাশি দলীয় কর্মীদের এদিন নিজে হাতে মিষ্টি মুখ করিয়ে, জয়ের ব্যাপারে ষোলো আনা আশাবাদী বলে জানান বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল।
আরো দেখুন:Tota Roy Chowdhury: সেরা সহ অভিনেতার পুরস্কার পেলেন টোটা রায়চৌধুরী, কি লিখলেন তিনি?