খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বানিয়ে নিন ফলের রোল। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।
উপকরণ: স্ট্রবেরিকুচি করা ২ টেবিল চামচ, আপেলকুচি ১ টেবিল চামচ, কলা ১টি কুচি করে কাটা,
পাউরুটি ৫/৬ টুকরা, দারুচিনি পাউডার ১ চা-চামচ, নসিলা আধা কাপ, মাখন ভাজার জন্য ২ টেবিল চামচ।
প্রণালি:
প্রথমে একটি পাত্রে আগে থেকে কুচি করে কাটা ফলগুলো নিয়ে নিন। দারুচিনি পাউডার দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার পাউরুটির পাশ কেটে নিন। পাউরুটিতে নসিলা ভালোভাবে লাগিয়ে দিন। ফলগুলো পাউরুটির মধ্যে দিয়ে রোল করে নিন। এবার চুলায় একটি প্যানে মাখন দিয়ে রুটির রোলগুলো লালচে করে ভেজে নিন। টোস্ট শেষে পরিবেশন করুন।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন ভেজিটেবল উইথ প্রন কেক স্যান্ডউইচ
ছবি: সাবিনা ইয়াসমিন