এই দুর্গা পুজোতেই আসতে চলেছে দেবের নতুন সিনেমা “বাঘাযতীন” (Baghajatin)। তবে সেখানে দেবের লুক দেখে মনে হয় এ কি সত্যিই দেব? নাকি অন্য কেউ? না, ইনি দেবই, তবে বাঘাযতীনের মোড়কে। উস্কোখুস্কো কাঁচাপাকা চুল, একমুখ দাঁড়ি। সারা মুখে দগদগে ক্ষত। এমন ভয়ঙ্কর লুক যিনি তৈরি করেছেন তিনি আর কেউ নন, মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু।
নিজের এই লুকের প্রসঙ্গে নিউজ ১৮-কে দেব বলেন, ‘আমি বাঘা যতীনের চরিত্রটিকে যথাযত রূপ দিতে চেয়েছি। যিনি ব্রিটিশদের হাতে ধরা বন্দী হওয়া এড়াতে এবং লড়াই জারি রাখতে ছদ্মবেশ ধারণ করতেন। আমি ছবিতে আমার নিজের চরিত্রের সম্পূর্ণ বিপরীতে গিয়ে কিছু করতে চেয়েছি। যখন এই চেহারাায় আমাকে দেওয়া হয়েছিল তখন আমি আনন্দিত এবং উত্তেজিত ছিলাম।
আমি বিশ্বাস করি যে আমরা যেটা অর্জন করতে চাইছে, তার কৃতিত্ব শুধু আমার নয়, মেকআপ শিল্পী, কস্টিউম ডিজাইনার, আমার ফটোগ্রাফার, পরিচালক সহ টিমের সকলের। বাঘাযতীনের এই চেহারা নিয়ে যাঁরা গবেষণা করেছেন তাঁদের প্রত্যেকেরই এর পিছনে ভূমিকায় রয়েছে। আমি সত্যিই সন্তুষ্ট যে আমি ছবিটির জন্য এই লুকটা তুলে ধরতে পারছি।’
নিজের সোশ্যাল মিডিয়ায় ‘বাঘাযতীন’ (Baghajatin) লুক তুলে ধরে দেব লিখেছেন, ‘যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন ভবিষ্যতে প্রত্যেক ভারতবাসীর চিন্তনের স্বাধীনতা, মননের স্বাধীনতা।বাংলা মায়ের মাটির সন্তান বাঘা যতীনের অমর গাথা প্রথমবার বড় পর্দায় নিয়ে আসছি আমরা এই দুর্গা পুজোয়।’
আরও পড়ুন: Flipkart Big Billion Day:মোবাইল-পোশাক-ব্যাগ-জুতোয় ৫০ শতাংশ ছাড়!ফিল্পকার্ট বিগ বিলিয়ন ডে সেল কবে শুরু?
Image source-Google
Post Views: 112