বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন মটন মাখানি।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ

৫০০ গ্রাম পাঁঠার মাংস, টক দই আধ কাপ, পেঁয়াজ বাটা পরিমাণমতো, আদা ও রসুন বাটা, টোম্যাটো বাটা, পরিমাণমতো ১ চামচ কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, দেড় চামচ গরম মশলা গুঁড়ো, ফ্রেশ ক্রিম আধা কাপ, মাখন, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো তেল

পদ্ধতি

১) প্রথমে পাঁঠার মাংস ধুয়ে নিন ভালো করে।

২) এর পর কড়াইতে তেল গরমে করে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে নিন। তারপর মটন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

৩) এবার টোম্যাটো বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে নিয়ে ২-৩ কাপ জল ঢেলে ঢাকা দিন। মটন ভালো করে সেদ্ধ হতে দিন।

৪) মটন সেদ্ধ হয়ে গ্রেভি শুকিয়ে এলে টক দই, মাখন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লবণ দিয়ে কষাতে থাকুন। অন্তত মিনিট দশেক কষান। প্রয়োজন হলে অল্প জলও ব্যবহার করতে পারেন।

৫) এর পর ক্রিম দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা মটন মাখানি!

৬) ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে রুটির বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন মটন মাখানি।

আরো পড়ুন: Ankita Lokhande: সুশান্তের সাথে সংসার করার জন্য ফিরিয়েছেন ‘বাজিরাও মস্তানি’র অফার, তবে তাতে আফশোষ হয়না অঙ্কিতার

By Torsha