বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডলের উপস্থিতিতে, গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে রওনা দিলেন দলীয় কর্মীরা!

২৮ মানে আবেগ,২৮ মানে উদ্দীপনা।প্রতিবছর ২৮ শে আগষ্টের জন্য অপেক্ষা করে বাংলার তৃনমূল ছাত্র পরিষদ।কারন ২৮ শে আগষ্ট তৃনমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।এই প্রতিষ্ঠা দিবসে রাজ্য তৃনমূল ছাত্র পরিষদ গান্ধি মূর্তির পাদদেশে একটি ছাত্র সমাবেশের আয়োজন করে।যেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তৃনমূল সূপ্রীমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দলের সূপ্রীমোর বক্তব্য শোনার জন্য আজ ভোর থেকেই বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা কেউ বাস বা ট্রেনে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করে।তেমনি আজ ন’পাড়া ষষ্ঠী তলায় গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন কলেজের ছাত্রদের পাশাপাশি দলের কর্মীরা।

এদিন রওনা দেওয়ার আগে বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডলের উপস্থিতিতে তৃনমূলের ছাত্র পরিষদেরা দলীয় পতাকা উত্তোলন করে।এরপর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।তারপরই গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে রওনা দেন তারা।

এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।যা ছিল সত্যি চোখে পড়ার মতো!

 

 

আরো দেখুন:Barasat:এগরার পর বারাসাত!ফের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ