যাদবপুরে ক্যাম্পাসে এবার র্যাগিং রুখবে ISRO! সরাসরি ব্যবস্থা করলেন রাজ্যপাল!বাংলায় র্যাগিং রুখতে কি কি পদক্ষেপ নিতে চলেছে ইসরোর প্রযুক্তি?কোন উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে ক্যাম্পাস ও হস্টেলে?
হাতে এসেছে চাঁদ। দেশ এখন ঐতিহাসিক সেই জয়ের আনন্দে মেতে। ইসরো, যার কেন্দ্রবিন্দু।
অন্যদিকে বর্তমানে বাংলা উত্তাল যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায়। আর এরইমধ্যে শোনা যাচ্ছে র্যাগিং আটকাতে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে চাইছে রাজ্য, ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে নাকি রাজ্যপালের কথা হয়েছে একপ্রস্থ।
তবে র্যাগিং কিভাবে রুখবে ISRO?
ইসরোর প্রযুক্তি নিয়ে এখনও বিশদে কিছু জানা না গেলেও, সূত্রের খবর, ফোনে একটি অ্যাপ ইনস্টল করতে হবে পড়ুয়াদের। অ্যাপের সঙ্গে যোগ থাকবে ইসরোর স্যাটেলাইট। অ্যাপটিতে থাকবে প্যানিক বাটন। র্যাগিংয়ের শিকার হলে বা সেরকম আশঙ্কা তৈরি হলে অ্যাপ খুলে বাটনে চাপ দিলেই বার্তা পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। সেখান থেকেই এরপর দ্রুত নেওয়া হবে ব্যবস্থা।
ইসরো ছাড়াও আরও নানা সংস্থার সাহায্যে তৈরি হতে চলেছে এই অ্যাপ। রাজ্যপালের অনুরোধে র্যাগিং ইস্যুতেও খুব দ্রুত এই অ্যাপটিকে কাজে লাগানো হবে।
আরো দেখুন:Train:হরহামেশাই ট্রেনে চড়েন?জানেন, এই একটি ট্রেন তৈরি করতে কত টাকা খরচ হয় ভারতীয় রেলের?