“দ্য ডার্বি হ্যাংওভার”। কলকাতা ময়দানের বিখ্যাত বাণী। ডার্বি-পরবর্তী ম্যাচে দুই কলকাতা অধিনায়কই বেশ কয়েকবার হোঁচট খেয়েছেন। আবারও পা ফসকালো মোহনবাগান (Mohun Bagan)। ডার্বির চারদিন পর কলকাতা লিগে আর্মি রেডের কাছে আটকে গেল সবুজ মেরুনরা।

একটানা ম্যাচ খেলতে হচ্ছে। ডার্বি হারের পর ‘অজুহাত’ দিয়েছেন মোহনবাগান (Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দো। তবে, মঙ্গলবারের কলকাতা লিগের ম্যাচে ফেরান্দোর মূল স্কোয়াডের কোনো খেলোয়াড়ই অংশ নেননি। ক্লান্তি যেন সবুজ মেরুন ফুটবল খেলোয়াড়ের গতিকে কোথাও বাধা হয়ে দাঁড়াচ্ছিল। চলতি মরশুমে এ পর্যন্ত অধিকাংশ ম্যাচেই অপ্রতিরোধ্য লেগেছিল মোহনবাগানকে। কিন্তু আর্মি রেড তাদের লড়াই দিল সমানে সমানে।

মোহনবাগান (Mohun Bagan) অবশ্য প্রথমার্ধে দাপটে ছিল। সবুজ মেরুন ফুটবল খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক। দেখা গেল ২১ মিনিটে ভিয়ানের গোলে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধের শেষ পর্যন্ত এগিয়ে ছিল সবুজ মেরুনরা। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা অনেকটাই বদলে যায়। রেড আর্মিও পাল্টা লড়াই শুরু করে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে দেয় তারা। খেলা ড্র হতে না হতেই ফের আক্রমণ করে মোহনবাগান।

৫৯তম মিনিটে কিয়ান নাসিরির গোলে আবারো এগিয়ে দেন মোহনবাগান। বহুবার আক্রমণের শিকার হলেও রেডস ফুটবলাররা বিশেষ সুবিধা নিতে পারেনি। নির্ধারিত সময়ে গোলমুখ খোলেনি। একপর্যায়ে মনে হচ্ছিল খেলা শেষ হতে পারে ২-১ গোলে। কিন্তু রেডরা শেষ মুহূর্তে পেনাল্টি পায়। ইনজুরি টাইমে পেনাল্টি কিকে সমতায় ফেরান সেনার দল। এই নিয়ে কলকাতা লিগ মরশুমে দ্বিতীয়বার পয়েন্ট খোয়াল সবুজ-মেরুন শিবির।

আরও পড়ুন:Rajarhat:সাড়ম্বরে গোপালপুর হাউস তরুণ সংঘের প্রতিষ্ঠা দিবস এবং শিশু উদ্যানের জন্মদিন পালন

By Sk Rahul

Senior Editor of Newz24hours