চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, দুর্গাপুরে (Durgapur) ৫০ পেরোল আক্রান্তের সংখ্যা!শুরু লার্ভা সংগ্রহ,মশা মারতে কামান দাগার নির্দেশ!
জেলা স্বাস্থ্য দফতরের সূত্রে খবর, জুলায়ের ২০ তারিখের পর দুর্গাপুরে ডেঙ্গির সংখ্যা ৫০ ছাপিয়ে গেছে। গত জানুয়ারি থেকে হিসেব করলে পশ্চিম বর্ধমান জেলায় এখনও পর্যন্ত মোট ডেঙ্গি ধরা পড়েছে ১৩০ টি। আসানসোল সাব ডিভিশনে সেই সংখ্যা মাত্র ২০। তাই সতর্কতা থাকলেও উদ্বেগজনক পরিস্থিতি নেই।
তাই এমন পরিস্থিতিতে লার্ভা সংগ্রহের কাজ শুরু করেছে আশা কর্মীরা।অসুখ বিসুখের খবর নিচ্ছেন।একইসঙ্গে সতর্ক করেছেন সাধারণ মানুষদের।আসানসোল ও দুর্গাপুর পুরনিগমকে নির্দেশ দেওয়া হয়েছে নিয়মিত সাফাই অভিযানের।
এছাড়াও রক্তের নমুনা সংগ্রহের জন্য স্পেশাল ক্যাম্প বা শিবির করা হয়েছে দুর্গাপুরে।অর্থাৎ বলা যায়,ডেঙ্গু রোধে সব রকমভাবে তৎপর প্রশাসন।
আরো পড়ুন:Kamarhati:বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন স্বামী!স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের