উচ্চস্বরে লাউড স্পীকার বাজিয়ে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে শিব ভক্তরা! শুরু বচসা, আর তারপরই এগরা-বেলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিব ভক্তরা। ঘটনাটি পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার কৌড়দা বাজারের।
শ্রাবন মাসে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার রীতি অনেক প্রাচীন। সেই রীতি মেনেই আজ তথা সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের পোরোলদা গ্রামের ভক্তরা এগরার কুদি থেকে জল নিয়ে লাউড স্পিকার বাজিয়ে যাওয়ার সময় কৌড়দায় তাদের পথ আটকায় পুলিশ। ভক্তরা বাধা দিতে চাইলে এগরা থানার পুলিশ সবার ওপর লাঠি চার্জ করে বলে জানা যায়।
এমনকি ৫০ হাজার টাকা থানায় দিলে তবেই লাউড স্পিকার ছাড়া হবে বলেও জানা ভক্তরা। এহেন ঘটনার জেরে প্রায় ২ ঘন্টা এগরা-বেলদা রাজ্য সড়ক অবরোধ করে রাখে ভক্তরা। যার ফলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
আরো পড়ুন:Kriti Sanon: কৃতির প্রযোজনা সংস্থার নামে সুশান্তের যোগ! এমনটাই মনে করছেন অনুরাগীরা