খাদ্য রসিকদের জন্য সুখবর! এবার পাতে পড়তে চলেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার দীঘা মোহনার ইলিশ। এই মরসুমের প্রথম ইলিশ পাওয়া গেল দীঘা মোহনায়, যার ওজন প্রায় ২৫ টন। ১৫ই জুন ব্র্যান্ড পিরিয়ড কাটিয়ে মৎস্য জীবীরা মৎস্য শিকারে নেমেছিলেন কাকদ্বীপ ডায়মন্ড হারবারে।

প্রথম দিকে অল্প পরিমাণ ইলিশ পাওয়া গেলেও, শুক্রবার দীঘা মোহনায় পাওয়া গেল প্রায় ২৫ টন ওজনের ইলিশ। যার মধ্যে এক একটি ইলিশের ওজন ১ কিলো থেকে ১কিলো ২০০। যেগুলি দীঘা মোহনায় ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হয়েছে। বলা ভালো, এই প্রথম প্রচুর রিলিজ পাওয়া গেল দীঘা মোহনায়। এমন পরিস্থিতিতে বেজায় খুশি মৎস্যজীবীরা।

উল্লেখ্য, আজ ২৫ টনের মত ইলিশ পাওয়া গেলেও আর কয়েক দিনের মধ্যেই আরও বেশি পরিমাণ ইলিশ আসতে চলেছে দীঘা মোহনায়। ইতিমধ্যেই কয়েকশো ট্রলার দীঘা মোহনায় ঢুকেছে, যাদের অধিকাংশই ফিশিং করে ফিরছে বলে ট্রলার মালিকদের সূত্রে জানা গিয়েছে।

 

আরো দেখুন:Nandigram:আইসিডিএস-এর খিচুড়িতে পড়ে আরশোলা! নিম্নমানের খাবারের অভিযোগ তুলে বিক্ষোভ অভিভাবকদের