খিচুড়িতে পড়ে আরশোলা, আইসিডিএস-এর খাবার নিম্ন মানের সম্প্রতি এমনই অভিযোগ তুলে নন্দীগ্রামের (Nandigram) ঠাকুর চক-এর বাড় পাথুরিয়া গান্ধী স্মৃতি প্রথমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে নিম্নমানের খাবার পরিবেশিত হচ্ছে এখানে।

তাছাড়া, যে পরিমাণ খাবার পাওয়ার কথা ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রসূতি মায়েদের, সেই খাবারের পরিমাণ যেমন কম, তেমনই মান-ও নিম্নমানের। সেই সাথে খাবারে পাওয়া গিয়েছে আরশোলা-ও। আর এমন ঘটনা ঘটতেই নন্দীগ্রামের ঠাকুরচকের বার পাথুরিয়া প্রাথমিক গান্ধী স্মৃতি বিদ্যালয়-এর সামনে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

তবে, এই ঘটনার সত্যতা কতখানি তা যাচাই করে দেখেনি কেউ-ই।

 

আরো দেখুন:BJP:বিজেপির ইলেকশন এজেন্টের বাড়ি লক্ষ্য করে চললো গুলি!অভিযোগের তীর তৃনমূলের বিরুদ্ধে