পশিমবঙ্গে বর্ষা তো ঢুকেই এলো। এবার বর্ষার দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া না করলে হয় নাকি! বাইরের বৃষ্টি দেখতে দেখতে বাড়িতে জমিয়ে খান বাসন্তী পোলাও। কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)। সেই সিক্রেট আজ শেয়ার করবো আপনাদের সাথে। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)।

উপকরণ

১. ৫০০-৬০০ গ্রাম বাসমতি বা সুগন্ধি চাল

২. পরিমাণমতো লবণ

৩. চিনি ১০০ গ্রাম

৪. হলুদ গুঁড়া ২০ গ্রাম

৫. তেল ১০০ মিলি

৬. ঘি ১৫০ গ্রাম

৭. কাজুবাদাম ১০০ গ্রাম

৮. কিশমিশ ৫০ গ্রাম

৯. লবঙ্গ ৫টি

১০. জয়িত্রী ৭-৮টি

১১. তেজপাতা ৩টি

১২. ছোট এলাচ ৫-৬টি

১৩ ছোট দারুচিনির টুকরা ৩টি ও

১৪. জল আধা লিটার।

পদ্ধতি

প্রথমে চালগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর শুকিয়ে যাওয়া চালে ঘি, হলুদ, আধা চা চামচ লবণ, গরম মসলার গুঁড়া ভালো করে মিশিয়ে নিন।

এবার প্যান গরম করে তাতে ১ টেবিল চামচ ঘি গরম করে নিন। এতে কাজুবাদাম ও কিশমিশ মিশিয়ে নাড়তে থাকুন। সোনালি রং হতেই নামিয়ে নিন।

এরপর আবার কড়াইয়ে সামান্য ঘি গরম করে তেজপাতা ও আস্ত মসলা মিশিয়ে বাদাম, কিশমিশ ও চিনি মিশিয়ে আঁচ কমিয়ে দিন। ১৫ মিনিট ঢেকে রান্না করুন।

চাল সেদ্ধ হলে নামানোর আগে ২ টেবিল চামচ ঘি ছড়িয়ে দিন। চাইলে কেওড়া জল বা গোলাপ জলও মিশিয়ে দিতে পারেন।

আরও পড়ুন: Shruti Das: “‘রাঙা বউ’ আমাকে সত্যি বৌ বানিয়ে দেবে সেটা ভাবিনি।’’, হঠাৎ এরকম কেনো বললেন শ্রুতি?

Image source-Boldsky

By Torsha