ওয়েস্ট ইন্ডিজের রহস্যময় স্পিনার সুনীল নারিন (Sunil Narine) অসম্ভবকে সম্ভব করবেন! ওয়েস্ট ইন্ডিজ তারকাকে চারটি ম্যাচ খেলতে ৯ হাজার মাইল পথ পাড়ি দিতে হয়েছে। নারিন কি জেট ল্যাগকে উড়িয়ে দিয়ে মায়া ছাড়তে পারবেন?
বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি লিগে খেলেছেন নারিন (Sunil Narine)। এবার ৭৫ ঘণ্টার মধ্যে দুই মহাদেশে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন ক্যারিবিয়ান তারকা। ৭৫ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই বিমানে বিমানে ঘুরবেন ক্যারিবিয়ান তারকা। আইপিএলের পর ছয় সপ্তাহ ধরে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলছেন সুনীল নারিন। তিনি লন্ডনের ক্লাব সারের একজন খেলোয়াড়। উল্লেখ্য, সারের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি সুনীল নারিন (Sunil Narine)। ওয়েস্ট ইন্ডিজের এই মিস্ট্রি স্পিনারের পকেটে রয়েছে ২০ উইকেট।
এদিকে ল্যাঙ্কাশায়ার ৭ই জুলাই কোয়ার্টার ফাইনালে সারের কাছে হেরে যায়। লস এঞ্জেলেসে নাইট রাইডার্সের হয়ে মেজর লিগ ক্রিকেট খেলতে শুক্রবার রাতে মার্কিন মুলুকে যান নারিন। বৃহস্পতিবার রাতে সেই ম্যাচ। খেলা শেষে শনিবার সকালে আবার ইংল্যান্ডে যেতে হবে নারিনকে (Sunil Narine)। শনিবার দুপুরে সেমিফাইনাল। শেষ চারে আবারও সমারসেটের মুখোমুখি সারে। নারিনকে সেই ম্যাচে থাকতে হবে।
সেমিফাইনাল জিতলে সন্ধ্যায় ফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ এসেক্স বা হ্যাম্পশায়ারের যেকোনো দল হতে পারে। ফাইনালের পরেও বিশ্রাম নেই। নারিনকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে রবিবার নামতে হবে লস এঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। দেখা যাক এই ঝটিকা সফরে নারিন কেমন খেলেন।
আরও পড়ুন:BJP:প্রার্থী বদল!রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের