রথযাত্রা (Rath Yatra) উৎসবের আগে রথ তৈরিতে ব্যস্ত পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মালাকার পাড়ার বাসিন্দারা।

রাত পোহালেই রথ যাত্রা।মঙ্গলবার সকাল থেকেই রাস্তাঘাটে রথের রশি নিয়ে বেরিয়ে পড়বে আট থেকে আশি সকলেই।আর তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কোলাঘাটের মালাকার পাড়ার বাসিন্দাদের মধ্যে।দিনরাত এক করে থার্মকলের রথ প্রস্তুত করে চলেছে মালাকার পড়ার কয়েকটি পরিবার।

জানা গিয়েছে,গড়ে ৩০০ টাকা থেকে ২০০০ টাকার রথ বানাচ্ছেন ওই পাড়ার রথ কারিগরেরা।গত কয়েক বছর কোভিডের কারণে বাজার মন্দা গেলেও এবছর লাভের মুখ দেখছেন মালাকার পাড়ার রথ কারিগরেরা।তবে গত কয়েক দিন ধরে বিক্রি শুরু হলেও,সোমবার সকাল থেকে আবহাওয়া খারাপ থাকায় কিছুটা চিন্তায় পড়েছেন কারিগরেরা।

 

আরো পড়ুন:ICC World Cup: বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচের কেন্দ্র বদলের দাবি পাকিস্তানের