তার অধীনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) ভারতের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অধিনায়ক হিসেবে তার একাধিক সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। ট্রফির খরা মিটিয়ে নতুন পথে হাঁটতে চলেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তার মতে, আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দল সম্পূর্ণ ভিন্নভাবে খেলবে। দলের খেলোয়াড়রা বিনা দ্বিধায় দায়িত্ব নেবেন।
কেন রবিচন্দ্রন অশ্বিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) ফাইনালে খেলেননি, কেন টস জিতে ভারত আগে ব্যাটিং করেনি- বিভিন্ন ইস্যুতে প্রবল সমালোচনার মুখে পড়েছে রোহিতের অধিনায়কত্ব। এমনকি বাজে শট নেওয়ার জন্যও রোহিতের তোপের মুখে পড়তে হয়েছে। সব মিলিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছেন ভারতীয় অধিনায়কের। এমন পরিস্থিতিতেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা শুরু করেছে।
গতবার ঘরের মাঠে ভারত বিশ্বকাপ জিতেছিল। দুইবার বড় টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছানোর পরও ট্রফি জেতা হয়নি। টানা এক দশকে আইসিসি ট্রফি জিততে পারেনি মেন ইন ব্লু। এবার জাতীয় মাটিতে চ্যাম্পিয়নশিপ জিততে কঠিন লড়াই করছে রোহিত ব্রিগেড। অন্যভাবে খেলে কি অধরা ট্রফি পাওয়া যাবে ? ক্রিকেটপ্রেমীদের কাছে একটাই প্রশ্ন।
রোহিত (Rohit Sharma) এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “অক্টোবরে বিশ্বকাপ শুরু হলে আমরা সম্পূর্ণ ভিন্নভাবে খেলব। এই ম্যাচটি জিততেই হবে এমন মানসিকতা নিয়ে মাঠে নামবে দল। খেলোয়াড়দের তাদের মত করে পারফর্ম করার স্বাধীনতা দেওয়া হবে। আসলে সমস্যা হল খেলা জেতার বদলে খেলা নিয়ে খুব বেশি ভাবা। তাই বিশ্বকাপের আগে আমাদের একটাই লক্ষ্য, অন্যরকম ভাবে খেলতে হবে।”
আরও পড়ুন:Weather Update: অতি ভারী বৃষ্টির সতর্কতা পাঁচ জেলায়! ভিজবে কলকাতাও