পঞ্চায়েত ভোটেপঞ্চায়েত ভোটে (Panchayat Election) প্রার্থী বগটুইয়ে নিহতদের পরিবারের সদস্যরা। বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দিলেন ২ মহিলা-সহ ৩ জন। সঙ্গে ছিলেন মিহিলাল শেখ।

প্রসঙ্গত, ২০২২ সালের ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে খুন হন প্রাক্তন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ।এরপর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় গ্রামের বেশ কয়েকটি বাড়িতে। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান ৭ জন। সেই ঘটনায় কেন্দ্রকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে।

এদিকে বগটুইকাণ্ডে যাঁরা নিহত হয়েছিলেন, সেই পরিবারের সদস্য মিহিলাল শেখ সম্প্রতি যোগ দেন বিজেপিতে। তাঁর পরিবারের ৩ সদস্যই এবার পঞ্চায়েত ভোটে (Panchayat Election) প্রার্থী হলেন।

এদিন রামপুরহাট ১ নম্বর ব্লক অফিসে দিয়ে গেরুয়াশিবিরের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। গোটা বিষয়টি তদারকি করেন মিহিলাল নিজে।

গত বছরের ডিসেম্বরে রামপুরহাট সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে পাওয়া গিয়েছিল বগটুই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের ঝুলন্ত দেহ। তদন্তে সিবিআইয়ের একাধিক আধিকারিকের নামে উঠে আসে।