উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের সুন্দরবনের (Sundarban) বাঁকড়া দালালাবাদের বাসিন্দা বছর ৩৫-এর গৃহবধূ রিজিয়া বিবি বাড়ির সামনের উঠোনে জ্বালানি কাঠ তুলতে গেলে লুকিয়ে থাকা এক বিষধর সাপ তাকে ছোবল মারে। এরপর তাকে ৯ নম্বর সান্ডেলেরবিলের গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি বাঁকড়ার গ্রামে সাপের কামড়ে জখম হয়েছে আরও দু’জন ব্যাক্তি, বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

রিজিয়া বিবির মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে হিঙ্গলগঞ্জের বেশ কয়েকটি গ্রামে সাপের উপদ্রব বেড়েছে। যার কারণে দিন-রাতের ঘুম উড়ে গেছে গ্রামবাসীদের। ইতিমধ্যেই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে। তাদের পরিবারের দাবি, যদি কোন সরকারি সহযোগিতা পাওয়া যায় তাহলে খুবই সুবিধা হবে।

অন্যদিকে, হিঙ্গলগঞ্জের বছর ৩৫-এর এক মহিলা মৎস্যজীবীর আটলে দুটি বিষধর সাপ ধরা পড়েছে। ঘটনাস্থলে মিনাখাঁর বনদপ্তরের কর্মীরা গিয়ে সাপ দুটি উদ্ধার করে মিনাখাঁ বন দপ্তরে নিয়ে যায়। হঠাৎ এমন সাপের উপদ্রবে রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে সুন্দরবনবাসীদের। কখনো খড়-কুটোর মধ্যে, তো আবার কখনও মাছ ধরার জালে ধরা পড়ছে বিষধর সব সাপ। তাই আতঙ্কে দিন কাটাচ্ছে প্রত্যন্ত সুন্দরবনের মানুষ।

 

আরো পড়ুন:Weather Update: আগামী সপ্তাহেই বাংলায় বর্ষার আগমন! জানিয়ে দিল আবহাওয়া দফতর