পাকা রাস্তার দাবিতে ধানের চারা পুঁতে বিক্ষোভ গ্রামবাসীদের!ভোট বয়কটের হুঁশিয়ারিও দিলেন গ্রামবাসীরা!ঘটনাটি মালদার (Malda)।

ভোট আসে ভোট যায়, তবুও তাদের রাস্তা মেলে না। তবে, এবার আর সে সব সহ্য না করে সটান পাকা রাস্তার দাবি জানিয়ে ধানের চারা পুঁতে মালদার বামনগোলা ব্লকের মহেশপুর আমড়াতলী থেকে কাটরাগাছী রামনগর এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ, বহুবার বিভিন্ন মহলে জানিয়েও এমনকি নেতা-মন্ত্রীদের জানিয়েও কোনো লাভ হয়নি। তাই এবার ক্ষোভ উগরে দিতে পথে নেমে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ওই এলাকার সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ মহেশপুর থেকে আমড়াতলী পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। তাই এবার পাকা রাস্তার দাবি জানিয়েই তাদের এই বিক্ষোভ প্রদর্শন।

তবে তাদের এই বিক্ষোভ আদৌ কার্যকরী হয় কিনা, সেটাই দেখার।

 

আরো পড়ুন:Mamata Banerjee: এগরা বিস্ফোরন কাণ্ডে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর