কালবৈশাখী ঝড় কেড়ে নিয়েছে মাথা গোজার একমাত্র কুঁড়েঘর টুকুও! খোলা আকাশের নিচে কাটছে রাত! গত বৃহস্পতিবার রাতের কালবৈশাখী তাণ্ডবে মাথা গোঁজার ঠাঁইটুকুও হারালেন রতুয়া (Ratua) ১নং ব্লকের উত্তর বালুপুরের দিনমজুর চিত্তরঞ্জনের কর্মকার-সহ গোটা পরিবার। সবকিছু হারিয়ে কার্যত খোলা আকাশের নিচেই ঠাঁই হয়েছে চিত্রঞ্জন কর্মকারের গোটা পরিবারের।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ-ই আসা মাত্র কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে রতুয়া ১নং ব্লকের দেবীপুর অঞ্চলের উত্তর বালুপুরের বাসিন্দা চিত্তরঞ্জন কর্মকার নামের এক দিন মজুরের কুঁড়েঘরের ছাদ উড়ে গিয়েছে। যার ফলে কার্যত খোলা আকাশের নীচে ঠাঁই হয়েছে চিত্তরঞ্জন কর্মকার-সহ গোটা পরিবারের। এমনকি, ঘরে মজুদ করা সমস্ত খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিছানা-পত্র সবই নষ্ট হয়ে গিয়েছে ওই ঝড়-বৃষ্টিতে।

বর্তমানে সব কিছু হারিয়ে সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন চিত্তরঞ্জন কর্মকার-সহ তার গোটা পরিবার।

 

 

 

আরো পড়ুন:Shubman Gill: ‘আইপিএলের সেরা ইনিংস’, গিলকে বিরাট সার্টিফিকেট রোহিতের