নবজয়ারের যাত্রা থমকে গেলো সিবিআইয়ের তলবে!তবে শুক্রবার যেখানে শেষ,সোমে সেখানেই শুরু,ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

বৃহস্পতিবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে বাঁকুড়া জেলায় প্রবেশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।শুক্রবার সেই নবজোয়ার কর্মসূচির অঙ্গ হিসেবে রোড শো এবং অধিবেসন হওয়ার কথা ছিল বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সোনামুখী,পাত্রসায়ের এবং ইন্দাসে ও পরে রাত্রিবাসের কথা ছিল মন্দির নগরী বিষ্ণুপুরে।কিন্তু সিবিআই এর তলবের সবকিছু থমকে যায়।তড়িঘড়ি কর্মসূচি স্থগিত করে কলকাতায় ফেরার তোড়জোড় শুরু করে দেন অভিষেক।

তবে কর্মসূচি স্থগিত করার আগে,বাঁকুড়ার সোনামুখী পৌরশহরে রোড শোর ভিড়ের মাঝেই সিবিআই এর বিরুদ্ধে সুর চরান এদিন অভিষেক।বলেন,-অনেকভাবে গরু পাচার কাণ্ডে বা কয়লা কান্ডে সিবিআই তাঁকে তলব করেছে।কিন্তু কিছুই করতে পারেনি।এবার এসএসসি কাণ্ডে তাঁকে তলব করেছে সিবিআই।কিন্তু কোনো প্রমাণ আনতে পারলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করবে বলেও এদিন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি আগামী ২২মে এই বাঁকুড়া থেকে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি আবার পুনরায় শুরু করবেন বলেও এদিন জানান তিনি।

 

আরো পড়ুন:Egra Blast: এগরার আইসি মৌসম চক্রবর্তীকে বদলি করল রাজ্য