এবারের মাধ্যমিকের মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করল বাঁকুড়া (Bankura)।শুরু একের পর এক ইন্টারভিউ!

ফলপ্রকাশ হতেই সংবাদমাধ্যমের বুমের ছড়াছড়ি বাড়িতে। ৬৮৮ নম্বর পেয়ে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী অন্বেষা চক্রবর্তী। আনন্দের চওড়া হাসি তার চোখেমুখে। এসবের মধ্যেই ডাক্তার হওয়ার ইচ্ছাও প্রকাশ করে সে।

পাশাপাশি, মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুলের ছাত্র ঈশান পাল-ও। তারও মোট প্রাপ্ত নম্বর ৬৮৮। বাঁকুড়া জেলার গোড়াবাড়ি গ্রামের বাসিন্দা ঈশান। বাবা সুব্রত পাল পেশায় স্কুল শিক্ষক এবং মা মালবিকা পালও পেশায় শিক্ষিকা। ঈশান জানায়, সে বড় হয়ে সফট্ওয়ের ইঞ্জিনিয়ার হবে।

এভাবেই তারা এগিয়ে চলুক তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে। আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা।

 

আরো পড়ুন:Shubhman Gill: শুভমান গিলকে নিয়ে বিরাট মন্তব্য বিশ্বজয়ী তারকার