কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘মন রে কৃষিকাজ জানো না’ গানের মনোনয়ন পত্র।
যেখানে সেরা গীতিকারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন শ্রীজাত (Srijato Bandopadhyay)। আর এই পত্র ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক।
সকলেই জানেন এই গানের আসল গীতিকার হলেন রামপ্রসাদ। কিন্তু সেখানে শ্রীজাতর নাম কেনো?
সেই নিয়েই শুরু হয় বিতর্ক। কেউ কেউ প্রশ্ন তোলেন কেনো এর বিরোধীতা করছেন না শ্রীজাত।
আবার কেউ তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন।
শ্রীজাত (Srijato Bandopadhyay) লেখেন, ‘‘মন রে, কৃষিকাজ জানো না’ – টেলি সিনে অ্যাওয়ার্ডস-এর তরফে এই গানটির জন্য সেরা গীতিকারের মনোনয়নপত্রটি যখন আমার ফোনে আসে, তখন আমি একটি বিজ্ঞাপনের কাজে বিষম ব্যস্ত।
তাই কিছুক্ষণ খুলে দেখা হয়নি। পরে চিঠির প্রতিলিপি খুলে তুমুল অঘটনটি দেখামাত্র আমি চেষ্টা করি কোনওভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে তা জানাতে।
আমাদের ছবির প্রযোজক রাণা সরকার মারফত আমার সঙ্গে কথা হয় সংস্থার সাধারণ সম্পাদক মৃন্ময় কাঞ্জিলালের।
তাঁকে আমি স্পষ্টতই জানাই, বিরাট আকারের এক ভ্রান্তি হয়ে গেছে তাঁদের তরফে এবং পুরস্কার তো অনেক পরের কথা, এই মনোনয়ন মেনে নেওয়াই আমার পক্ষে সম্ভব নয়।
সব শুনে তিনি ভুল স্বীকার করেন এবং জানান যে যত দ্রুত সম্ভব এই ত্রুটি সংশোধন করে নেওয়া হবে। ব্যক্তিগত স্তরে এই ঘটনার জন্য তিনি আমার কাছে দুঃখপ্রকাশ করেন।’
তবে এরপরেই নেট দুনিয়ায় তাকে নিয়ে হওয়া কটাক্ষের বিরোধীতাও করেন তিনি।
তিনি লেখেন, ‘মুশকিল হচ্ছে আমাদের এখানে কোনও বিষয়ই বেশিক্ষণ আলোচনার আওতায় থাকে না।
ঠাট্টা, মশকরা ও ব্যক্তি-আক্রমণের স্তরে নেমে আসে। বিশেষত তার কেন্দ্রে যদি আমি থাকি।
সারাদিন কাজের ব্যস্ততায় সংবাদমাধ্যমের বন্ধুদের ফোন ধরতে পারিনি, কিন্তু টের পাচ্ছিলাম, এ নিয়ে জল ঘোলা হচ্ছে। কিন্তু একটা কথা আছে এখানে।
রামপ্রসাদ সেনের গানের জন্য আমাকে মনোনীত করা যেমন বিস্ময়কর অজ্ঞানতা বা অসাবধানতার পরিচায়ক, তেমনই এই মনোনয়নের জন্য আমাকে আক্রমণ করাও অশিক্ষা ও অভব্যতার সামিল।
প্রথমত, অনেকেই দেখলাম ধরে নিয়েছেন যে, এই পুরস্কার আমি পাচ্ছি ও গ্রহণ করছি। তাঁরা সম্ভবত মনোনয়ন এবং পুরস্কারের তফাতটুকুও জানেন না। এই দুয়ের মধ্যে কতগুলো পর্যায় আছে বা থাকতে পারে, তাও তাঁদের জানা নেই।
এও জানেন না যে, মনোনয়ন ব্যক্তি-মানুষের গ্রহণ বর্জনের বাইরে।
গ্রহণ বা বর্জনের বিষয় তখনই আসে, যখন কেউ পুরস্কৃত হন। নইলে নয়।
তাই আমি কেন এই মনোনয়ন গ্রহণ করলাম, এ-প্রশ্ন ভিত্তিহীন।
কিন্তু এই মনোনয়নের বিরোধ নিশ্চয়ই করা উচিত, যা আমি যথাস্থানে করেওছি’।
আরো পড়ুন: Bankura:জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করায় এখন জঙ্গলমহলের অলরাউন্ড পল্লবীর
Image source-Google