কয়েক বছর আগে অ্যাসিড হামলার পর নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছিল (Kafi) চণ্ডীগড়ের মেয়ে কাফি। ১৫ বছরের অ্যাসিড আক্রান্ত সেই কাফি এবার সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় সবার প্রত্যাশাকে ছাপিয়ে গেল।

অ্যাসিড হামলায় বরাত জোরে জীবনে বাঁচা ১৫ বছরের মেয়ে কাফি সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় পেল ৯৫.২০ শতাংশ নম্বর। ওর স্কুলে ওই সবচেয়ে বেশী নম্বর পেয়েছে।

কাফির বাবা পিওনের কাজ করে। বাড়িতে দৈনতা রয়েছে। রয়েছে শারীরিক বাধাও। সে সব কিছু আটকাতে পারেনি তার পরিশ্রমের ফলকে। অদম্য জেদকে সঙ্গী করে অসাধ্যসাধন করে দেখাল কাফি। বাকিদের কাছে বড় অনুপ্রেরণার হয়ে থাকল তার এই ফল।

নিজের ফল নিয়ে খুশি কাফি (Kafi) জানাল, সে রোজ ৫-৬ ঘণ্টার মত পড়াশোনা করত। তার অভিভাবক এবং শিক্ষকরা তাকে অনেকটা সাহায্য করেছে। বড় হয়ে সে আইএএস অফিসার হয়ে দেশসেবা করতে চায়।