অবশেষে হাইকোর্টের নির্দেশে বাঁকুড়ায় সভা করার অনুমতি পেল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।পুলিশী অনুমতি না মেলায় গতকাল বাঁকুড়া জেলার সিমলাপালে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পূর্ব নির্ধারিত সভা ‘বাতিল’ করেছিল বিজেপি।সভা বাতিল হওয়ার পর আদালতে দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির।শুক্রবার সেই সভারই আদালতে অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা।
অনুমতি দেওয়ার পর বিচারপতি রাজশেখর মান্থা বলেন,-শুভেন্দুর কথা ভেবে সিআরপিএফ নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে।
বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা নেতৃত্ব জানিয়েছেন, হাইকোর্ট অনুমতি দেওয়ায় বাঁকুড়ার সিমলাপালে আগামী ১৭ মে সেই সভা অনুষ্ঠিত হবে।এদিন হাই কোর্টের রায়ে সভার অনুমতি পেতেই বিজেপি নেতা কর্মীদের মধ্যে উচ্ছাস দেখা যায়।একে অপরকে মিষ্টি মুখ অব্দি করাই তারা।
তবে এখন একটাই প্রশ্ন,- কেনো বারবার শুভেন্দু অধিকারীর সভার জন্য হাইকোর্টে দ্বারস্থ হতে হবে বিজেপিকে?কিসের ভয়ে পুলিশ বারবার শুভেন্দুর সভার বানচাল করতে উদ্যোগ নেই?যদিও এই নিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি রাজ্য সরকার!
আরো পড়ুন:Coal Scam Case: কয়লা পাচার মামলায় সিবিআইয়ের হতে গ্রেফতার CISF ইন্সপেক্টর সহ-২