কলকাতার মানুষকে তরাই আর ডুয়ার্সের প্রেমে ফেলে দিয়েছিলেন (Samaresh Majumdar) তাঁর লেখনির মাধ্যমে। তিনি সমরেশ মজুমদার। অর্জুন আর অনিমেষের স্রষ্টা।
নকশাল আন্দোলনের উত্তাল সময় মাধবীলতার নিখুঁত ছবি এঁকেছিলেন। সেই সমরেশ মজুমদারের কমল থেমে গিয়েছিল। দীর্ঘ অসুস্থতার কারণে সোমবার বিকেলে বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় নিমতলায়। তাঁর আগে তাঁর দেহ শায়িত ছিল তাঁরই উত্তর কলকাতার শ্যামপুকুরের বাড়িতে। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানান তাঁর অনুগামীরা। উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাঁরাও স্মরণ করেন লেখকের শক্তিশালী লেখনিকে।
উল্লেখ্য, সমরেশ মজুমদারের (Samaresh Majumdar) শেষ যাত্রায় উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কলকাতায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে উপস্থিত থাকলেও এদিন বাংলার অন্যতম লেখকে শেষ শ্রদ্ধা জানাতে আসেননি বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।
যদিও বিজেপি সূত্রের খবর অমিত শাহের দিনভর ঠাসা কর্মসূচি ছিল। যা অবশ্যই পূর্বনির্ধারিত। তবে মমতার অনুপস্থিতির কারণ যানা যায়নি।