কমপক্ষে চল্লিশ জনের টিকিট বুক হয়েছিল।সেই মতো সিনেমা হলেও চলে এসেছিলেন একদল দর্শক।তবে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) রাজ্যে রাতারাতি ব্যান হওয়ায় সিনেমা হলেও বন্ধ করা হল সেই ছবি দেখানো।এরপরই ক্ষোভে ফেটে পড়লেন আগত দর্শকরা।ধন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় বেলঘরিয়ার সিনেমা হল চত্বরের সামনে।

এদিকে এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।এরপরই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় উত্তেজিত দর্শকদের।

এ দিন আগত এক দর্শক সরাসরি সরকারের বিরোধিতা করে স্লোগান দিতে থাকেন।বিক্ষোভরত মহিলা বলেন, “সিনেমাটা দেখতে এসেছিলাম।এখন দেখি চলছে না। নিজের খুশিমতো বন্ধ করে দেওয়া উচিত নয়।সিনেমায় কী আছে সেটা সবাই দেখুক, জানুক।”আর এক দর্শক বলেন, “কয়েকদিন চলতে দিতেই পারত।তারপর তো ব্যান করতে পারত। সাম্প্রদায়িক কিছু হয়েছে বলে মনে হয় না।” আরও একজন বলেন, “মেয়েদের নির্যাতনের বিষয়টি দেখানো হয়েছে শুনেছি।আমরা মেয়েরা যদি সিনেমা দেখি তাহলে কী হত?এর পিছনেও রাজনীতি খুঁজলে বলাই তলে গণতন্ত্র নেই।”

সব মিলিয়ে দ্য কেরালা স্টোরি সিনেমা বন্ধ হওয়ায় ক্রমশ উত্তেজনা ছড়াচ্ছে বাংলায়।

 

আরো দেখুন:Yogi Adityanath:বাংলায় ব্যানের একদিন পরেই,উত্তরপ্রদেশে ‘দ্য কেরালা স্টোরি’ ট্যাক্স ফ্রি করল যোগী সরকার