পঞ্চায়েত ভোটের আগে গুলি-বোমাবাজিতে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা (Amdanga)। গুলিতে জখম তৃণমূল কর্মী তৈয়ব আলি মণ্ডল। গুরুতর আহত অবস্থায় তাঁকে বারাসতের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাঁর স্বাস্থের অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে ন’টা নাগাদ তৃণমূল নেতা আবু তোয়েব সন্তোষপুর থেকে বাইক চালিয়ে ঘুরিগাছি তাঁর গ্রামের বাড়ি ফিরছিলেন। মাঝপথেই মথুরা এলাকায় তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। পুলিশ সূত্রে খবর, এক রাউন্ড গুলি চলে। ডান হাতের কব্জিতে গুলি লাগে তাঁর। দুষ্কৃতীরা গুলি করে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গুলি চলার আওয়াজ শুনে তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হন স্থানীয় বাসিন্দারা এবং তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় আমডাঙা থানার পুলিশ। আপাতত হামলার কারণ সম্পর্কে অন্ধকারে পুলিশ ও তৃণমূল নেতার পরিবার। বর্তমানে পুলিশ মোতায়েন করা রয়েছে ওই এলাকায়।

 

আরো পড়ুন:Army Missing:সেনাবাহিনীতে কাজে গিয়ে নিখোঁজ বায়ুসেনার কর্মী