খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বানিয়ে নিন মুগ ডালের কাবাব। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।
উপকরণ:
এক কাপ মুগ ডাল
এক কাপ জল ঝরানো টক দই
পেঁয়াজ কুচানো
১ চা চামচ আদা বাটা
কয়েকটা কাঁচা লঙ্কা
ধনেপাতা কুচানো
১ চা চামচ কর্নফ্লাওয়ার
১ চা চামচ জিড়ে গুঁড়ো
১ চা চামচ চাটমশলা
স্বাদ অনুযায়ী লবণ
তেল পরিমাণমতো
পদ্ধতি
১) মুগ ডাল ভালো করে ধুয়ে ৩ থেকে ৪ ঘণ্টা মতো জলে ভিজিয়ে রাখুন। তারপর জল ছেঁকে নিন।
২) ডাল পেস্ট করে তার সঙ্গে আদা বাটা,কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি মাখিয়ে নিন।
৩) এবার ডালের পেস্টে কর্নফ্লাওয়ার,পেঁয়াজ কুচি,নুন, চাটমশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিন। সবশেষে জল ঝরানো টক দই দিয়ে আরও একবার মেখে নিন।
৪) এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাবাবের মতো গড়ে নিন। চ্যাপ্টা করে তৈরি করলে ভাজতে সুবিধা হবে। কাবাব তৈরির আগে হাতে একটু তেল মেখে নেবেন।
৫) ফ্রাইং প্যানে অল্প তেল ব্রাশ করে তাতে কাবাবগুলি ছেড়ে দিন। হাল্কা আঁচে দু’পিঠ ভেজে নিতে হবে।
৬) একটা দিক সোনালি বাদামি রং হয়ে গেলে অপর দিকটি উল্টে দিন। এই দিকটাও ভালো মতো ভাজা হয়ে গেলেই তৈরি মুগ ডালের কাবাব।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু মসুর ডালের কাবাব
Image source- Google