গ্রীষ্মের দাবদহে পানীয় জল পাচ্ছেন না পানিহাটি (Panihati) পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পানিহাটি পৌরসভা ও স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোন সুরাহা হচ্ছে না। তাই পানীয় জল না পাওয়ায় যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের।
আজ অক্ষয় তৃতীয়ার দিনে ওয়ার্ডের বাসিন্দারা জলের দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে। অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
এদিন পানিহাটি পৌরসভা ও রাজ্য সরকারের সমালোচনা করেন এলাকার ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীদের দাবি, পূরন না হলে ভোট বয়কটের হুমকি দিয়েছে বাসিন্দারা। এক বছর আগেও এই অঞ্চলের মানুষ পথ অবরোধ করেছিল তখন পৌরসভার পক্ষ থেকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল সমস্ত সমস্যার সমাধান করে দেবে। কিন্তু এক বছর পার হয়ে যাওয়ার পরও জল এবং রাস্তার অবস্থা ঠিক না হওয়ায় ফের এই জলের দাবিতে পথ অবরোধ করেছে এলাকার মানুষ।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় ঘোলা থানার পুলিশ। পুলিশি তৎপরতায় দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থতি স্বাভাবিক হয় এদিন।
আরো দেখুন:Tirupati : তীব্র দাবদাহে দেশের ধনীতম মন্দির প্রণামীতে টান