প্রশিক্ষণের সময় দুর্ঘটনার জেরে মৃত্যু হল ভারতীয় এক বায়ুসেনার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) জেলার বড়জোড়ার ঘুটগড়িয়ার কাছে একটি বেসরকারি কারখানার সামনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বায়ুসেনার নাম চন্দ্রকা গোবিন্দ, বয়স ৩১ বছর। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ১০ টা নাগাদ পানাগড় বায়ু সেনা ছাওনিগে প্যারাসুটে ওঠেন ওই বায়ুসেনা। কিন্তু, ওই প্যারাসুটে যান্ত্রিক গোলযোগের কারণে সে ডি-ট্র্যাক্ট হয়ে পড়েন এবং সকাল ১১টা নাগাদ বড়জোড়ার ঘুটগড়িয়ার কাছে একটি বেসরকারি কারখানার সামনে প্যারাসুট-সহ ওই আহত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই তড়িঘড়ি স্থানীয় বড়জোড়া থানায় খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহত ওই বায়ুসেনা কর্মীকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু দুর্ভাগ্যবশত, হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই পুরো বিষয়টি তদন্ত করতে নেমেছে পুলিশ।

 

আরো পড়ুন:Basirhat:খাদ্যে বিষক্রিয়ার জেরে ,ডায়রিয়ায় আক্রান্ত!পরিস্থিতি সামাল দিতে গ্রামে হাজির মেডিকেল টিম