অশান্তির ঘটনা রুখতে তত্পর লালবাজার (Lalbazar)। রামনবমীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে হনুমান জয়ন্তীর আগে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের।
যে কোনও মিটিং মিছিলের অনুমতি নিতে হবে লালবাজার থেকে। অনলাইনে আবেদন করতে হবে কলকাতা পুলিশের পোর্টালে।
লালবাজারের (Lalbazar) তরফ থেকে ফর্মে দেওয়া শর্ত পূরণ করতে হবে আবেদনকারীদের।
পুরো প্রক্রিয়াই অনলাইনে। কোনও মিছিলে কোনওরকম অস্ত্র বা লাঠি ব্যবহার করা যাবে না।
এছাড়াও মিছিলের তারিখ, সংস্থার নাম, সংস্থার তরফে যিনি আবেদন করবেন তাঁর নাম, ঠিকানা এবং যোগাযোগের নম্বর দিতে হবে।
মিছিল শুরু ও শেষ হওয়ার সময় উল্লেখ করতে হবে এই ফর্মেই। কোন জায়গা থেকে মিছিল শুরু হবে, কোথায় শেষ হবে তাও জানাতে হবে সেখানে।
কোন জায়গা থেকে মিছিল শুরু হয়ে কোন রাস্তা ধরে মিছিল যাবে তার সম্পূর্ণ তথ্য বিশদে জানাতে হবে লালবাজারের এই ফর্মে।
এছাড়াও কতজন থাকবেন মিছিলে সেই সংখ্যাও নির্দিষ্ট করতে হবে, আয়োজকদের থেকে। মিছিলে কতগুলি গাড়ি থাকবে তার সুনির্দিষ্ট তথ্য দিতে হবে।
পাশাপাশি মিছিলের মধ্যে আয়োজকদের তরফে কতজন ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে তাদের নাম এবং ঠিকানা সহ বিস্তারিত তথ্য দিতে হবে লালবাজারকে।
তবেই মিলবে মিছিলের অনুমতি বা এনওসি। বিশেষজ্ঞ মহলের মতে পূর্ববর্তী ঘটনার পরেই তত্পর লালবাজার।
প্রসঙ্গত, রামনবমীর পর থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় হাওড়ার শিবপুর থেকে হুগলির রিষড়ায়। যার রেশ এখনও রাটেনি।
উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারও। এমতাবস্থায়, লালবাজারের এই পদক্ষেপ রীতিমতো তাত্পর্যপূর্ণ বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল।