‘রামের নামে ভয়ে কাঁপছে তৃণমূল’ বৃহস্পতিবার এমনি বিস্ফোরক দাবি করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)।সারা রাজ্যের পাশাপাশি এদিন সাড়ম্বরে বাঁকুড়া জেলাতেও পালিত হয় রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা।আর এই বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজার হাজার সনাতনীর সাথে শোভাযাত্রায় শামিল হতে দেখা গেল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ডা: সুভাষ সরকারকে।আর সেই বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ডাক দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

এদিন বাঁকুড়া শহরের পাঁচবাগা থেকে লালবাজার বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে।আর এই শোভাযাত্রায় গোলাপি রঙের পাঞ্জাবি পরে অংশগ্রহন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে।

সেখান থেকেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন সুভাষবাবু। বললেন,’দুর্নীতিমুক্ত সমাজ গড়তে রাম নামে দেশ, রাজ্য তথা বাঁকুড়ার মানুষ উদ্বুদ্ধ। রাম নামে যাঁদের বিরক্তি সেই তৃণমূল এই মিছিলের খবরে ভয়ে কাঁপছে!’ শুধু তাই নয় রাজ্য সরকারের আরো একাধিক ইস্যু টেনে জনসমক্ষে কটাক্ষ করেন এদিন সুভাষবাবু।

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বুধবার থেকে কলকাতার মেয়ো রোডে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী। সেই প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্লেষের সুরে বলেন,’ওরা তো কোনও পরীক্ষায় পাশ করতে পারেনি। গ্রামীণ উন্নয়ন খাতে হাজারও বেনিয়ম। সব ধরে ফেলেছেন কেন্দ্রের প্রতিনিধিরা। কোনও যুতসই ব্যাখ্যা দিতে পারছেন না মমতার লোকেরা!’

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরে রাজ্যের তরফে যে জবাবী চিঠি গিয়েছে তা তিনি নিজে দেখেছেন দাবি করে বলেন,’কেন্দ্রের তরফে সুপারিশ থাকলেও কোন কোন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তার উত্তর নেই। তাই ফের কেন্দ্রীয় টিম রাজ্যে আসবে। শুধু নিয়োগ সেক্টর নয়, সর্বক্ষেত্রে এই সরকার চুরি করেছে। এখন আর পালাবার পথ নেই বুঝতে পেরে উনি (মমতা) ধর্নায় বসে পড়েছেন।’

ডিএ আন্দোলন এবং চিরকুট বিতর্ক প্রসসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন,’এতো দিন উনি কোথায় ছিলেন? গত ১১-১২ বছরে উনি তদন্ত করতে পারেননি? নিজেদের দুর্নীতি ঢাকতে এখন আর এক দুর্নীতি সামনে আনছেন। অন্য কারও দুর্নীতি সামনে এনে নিজেদের দুর্নীতি থেকে পার পাওয়া যাবে না। যারা মানুষের টাকা নয়ছয় করেছেন, তাদের কোনও অবস্থাতেই রেয়াত নয়।’

 

আরো পড়ুন:Supreme Court:প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের